ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় একই দিনে দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় একই দিনে দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুখপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা সৈয়দ আলী (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। 

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বর্ণি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মৃতের বড় ছেলে সাজ্জাদ হায়দার জানান তিনি দির্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাসায়ী ছিলেন। 

আজ বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে তার মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সন্ধ্যা ছয়টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একইদিন ভোরে মারা যান রনাঙ্গনের বীরসেনানি মুক্তিযোদ্ধা হায়দার আলী (৭৩)। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন বলে জানিয়েছেন তার পুত্র ও চৌগাছা কামিল মাদরাসার সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম। 

বুধবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পালের নেতৃত্বে তার মৃতদেহকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেয়া হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. নুর হোসেনসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ