ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে ত্রাণ বিতরণ করলেন ব্যাবসায়ি রাসেল


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মির্জাপুরে ত্রাণ বিতরণ করলেন ব্যাবসায়ি রাসেল

   

আফরোজা আক্তার : বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে চলছে অঘোষিত লগডাউন। চলমান পরিস্থিতিতে থমকে আছে সবকিছু থেমে গেছে জীবীকার চাকা। ঘরে বন্দি হয়ে পড়েছে কর্মজীবী মানুষগুলো। 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় বটটেকি এলাকার বাসিন্দা ব্যাবসায়ি মাহমুদ রাসেল ও তার বাবা ব্যক্তি উদ্যোগে ৭৫ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় রাসেল বলেন, ‘বর্তমানে দেশে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় কর্মজীবি মানুষও বেকার হয়ে পড়েছে। অনাহারে দিন পার করছে তারা। তাছাড়া দিন এনে দিন খাওয়া মানুষ গুলো খুব কষ্টে দিন পার করছে। তাই আমি বাবার সাথে পরামর্শ করে এই মানুষ গুলোর জন্য কিছু করা চেস্টা করলাম।

তিনি বলেন, আমি ৭৫টি পরিবারকে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, এক কেজি আলু, ও এক কেজি পেঁয়াজ দিয়ে দেওয়া হয়। যা দিয়ে এই মানুষগুলো তিন থেকে চার দিন চলতে পারবে বলে আশা করি।

রাসেল সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, এখনি সময় আমাদের আশপাশে বসবাস করা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর।


   আরও সংবাদ