ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ভোলাতে করোনা শনাক্তের ল্যাব স্থাপনের দাবী 


প্রকাশ: ১১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ভোলাতে করোনা শনাক্তের ল্যাব স্থাপনের দাবী 

   

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : আজ সকালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা ও বরিশাল বিভাগের করোনা পরিস্থিতি সম্পর্কে জানার জন্য সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করেন। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভোলা জেলা প্রশাসক কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক।

আরো উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুননবী চৌধুরী শাওন। জেলা পুলিশ সুপার সরকার কায়সার। ভোলা জেলা আওয়ামী লীগ এর সভাপতি ফজলুল কাদের মজুন মোল্লা।

জেলা পরিষদ চেয়্যারমান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মোমিন টুলু সহ ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির। জেলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী সহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আরও অনেকে।

জেলা পরিষদ চেয়্যারমান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মোমিন টুলু আজকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলাতে করোনা শনাক্তের ল্যাব স্থাপনের দাবী জানান।


   আরও সংবাদ