ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

চৌগাছার জগদীশপুর গ্রাম লকডাউন করলো প্রশাসন


প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছার জগদীশপুর গ্রাম লকডাউন করলো প্রশাসন

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার জগদীশপুর গ্রামকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় চৌগাছার এসিল্যান্ডের নেতৃত্বে সেনা ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে গ্রামটি লকডাউন করে দেয়া হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে গত দু/একদিনে ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি পরিবারের ১৬ ব্যক্তি ওই গ্রামে এসে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে সেনা, পুলিশ ও আনছার সদস্যদের উপস্থিতিতে গ্রামের প্রবশের পথগুলিতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত গ্রামের লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া
গ্রামের বাইরে বের হতে নিষেধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিনে গ্রামটিতে ঢাকা, নারায়নগঞ্জসহ বেশকিছু স্থান থেকে কয়েক ব্যক্তি এসে গ্রামটিতে অবস্থান করছে। বিষয়টি জানার পর ওই গ্রামটি লকডাউন করা হয়েছে।


   আরও সংবাদ