ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি, নতুন ৭ জনের মৃত্যু​​​​​​​


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি, নতুন ৭ জনের মৃত্যু​​​​​​​

   

ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু বরণ করেছে আরো ৭ জন এবং নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লো আরো ২০৯। ফলে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে দেশে সব মিলিয়ে মৃতের ৪৬। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা ২০৯ জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি ১০২৩ জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৭ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরে যাননি। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন।’

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আইসোলেশনে আছেন। মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 


   আরও সংবাদ