ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

এবার ডেঙ্গুতে প্রাণ গেল তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী


প্রকাশ: ৬ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


এবার ডেঙ্গুতে প্রাণ গেল তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী

   

এবার ডেঙ্গুতে মারা গেলেন সরকারি তিতুমীর কলেজের ছাত্র মেহেদী হাসান (২৫)। মেহেদী কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র ছিল।

এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেহেদী হাসান গত তিন দিন ধরে রাজধানীর ইউনাইটেড হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

অবশেষে বুধবার (৭ আগস্ট) দুপুর ২ টায় দিকে তার মৃত্যু হয়। এর আগে চারদিন বাংলাদেশ মেডিকেলে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেডে ভর্তি করা হয়।

মেহেদীর বন্ধু ওয়াহিদ জানান, জ্বর কমছিল না তার। রক্তের প্লাটিলেটও খুব কম ছিল। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে। মেহেদী কলেজের আবাসিক ছাত্র ছিল। সে আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকত।


   আরও সংবাদ