ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ইউএস-বাংলায় ব্যাংকক থেকে দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ইউএস-বাংলায় ব্যাংকক থেকে দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি

   

স্টাফ রিপোর্টার : একজনের মরদেহসহ ৪৮ জন বাংলাদেশিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে এনেছে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে তাদের বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়েন এসব বাংলাদেশি। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে থাই কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটের অনুমোদন দেয়। থাই কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতিসাপেক্ষে ৪৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এগিয়ে আসে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। সে দেশে তাদের কারো শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবুও তাদের স্ক্রিনিং করা হবে। এরপর তাদের প্রয়োজন অনুযায়ী হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।


   আরও সংবাদ