ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

টেস্টের অধিনায়ক হচ্ছে না ডি কক : গ্রায়েম স্মিথ


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


টেস্টের অধিনায়ক হচ্ছে না ডি কক : গ্রায়েম স্মিথ

   

খেলাধুলা ডেস্ক : ডিরেক্টর পদে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। স্থায়ীভাবে সিএএস’র দায়িত্ব নেওয়ার পর ৩৯ বছর বয়সী সাবেক বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে না কুইন্টন ডি কককে। 

শুক্রবার (১৭ এপ্রিল) স্মিথ বলেন, ‘একটা জিনিস আমি নিশ্চিত করতে চাই যে, সাদা বলের ক্রিকেটের জন্য অধিনায়ক হবে কুইন্টন। সে টেস্ট অধিনায়ক হবে না। 

আমরা কুইন্টনকে সতেজ রাখতে চায় যাতে সে ভালো খেলে। আমি সবসময় বিশ্বাস করি, তিন ফরম্যাটে অধিনায়কত্ব করা খুবই চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘কাজের চাপ এবং মানসিক শক্তিতে, তিন ফরম্যাটে অধিনায়ক করা হলে তা তার জন্য ভার হয়ে দাঁড়াবে এবং তা আমাদের জন্য সুবিধার হবে না।’ 

উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে যদি সাদা পোশাকের ক্রিকেটের অধিনায়ক না করা হয় তবে ফাফ ডু প্লেসিসের স্থলাভিষিক্ত কে হবেন? অবশ্য ভবিষ্যতের টেস্ট অধিনায়ক নিয়ে কোনো ইঙ্গিত দেননি স্মিথ।


   আরও সংবাদ