ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

মার্কিনদের জন্য চতুর্থ দফায় আরেকটি বিশেষ ফ্লাইট ২১ এপ্রিল


প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মার্কিনদের জন্য চতুর্থ দফায় আরেকটি বিশেষ ফ্লাইট ২১ এপ্রিল

   

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফেরাতে চতুর্থ দফায় আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ২১ এপ্রিল ঢাকা থেকে এই বিশেষ ফ্লাইট ওয়াশিংটনে যাবে।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে প্লেন চলাচল বন্ধ থাকায় এর আগে তিন দফায় বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিকরা ঢাকা ত্যাগ করেন।

প্রথম দফায় গত ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল একটি ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেন। তৃতীয় দফায় গত ১৩ এপ্রিল ৩২৮ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া আছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করছেন।


   আরও সংবাদ