ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

যশোরে জীবানুণাশক বুথ চালু করল সেনাবাহিনী


প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যশোরে জীবানুণাশক বুথ চালু করল সেনাবাহিনী

   

যশোর সংবাদদাতা : মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব মড়লরা। করোনা ভাইরাস বর্তমানে এক আতংকের নামে পরিণত হয়েছে। এ থেকে বাঁচতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। তার ধারাবাহিকতায় যশোরে জীবানুণাশক বুথ চালু করলেন বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে যশোরের দড়াটানায় উদ্বোধন করা হয় এই বুথ। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই জীবানুণাশক বুথের শুভ উদ্বোধন করেন।

প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বুথ চালু থাকবে। এবং এখান থেকে সাধারণ পথচারি ও আশেপাশের মানুষকে স্প্রে করে জীবানুমুক্ত করা হবে বলে জানা যায়।

এই উদ্ভোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ক্যান্টনমেন্ট ৩৭, অধিনায়ক লে.ক.নিয়ামুল হালিম খান, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ