ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধে হতাশ বিশ্ব


প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধে হতাশ বিশ্ব

   

স্টাফ রিপোর্টার : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের ঘোষণার কারণে বিশ্বের জনগণ চরমভাবে হতাশ হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ শান্তি পরিষদ।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক শাহজাহান খান এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ এপ্রিল হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ অযাচিতভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) যুক্তরাষ্ট্রের প্রদেয় অর্থায়ন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন। 

জাতিসংঘের কোনো নির্দেশনা ছাড়া কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার তদন্ত ব্যাতিরেকে যুক্তরাষ্ট্র কতৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) অর্থায়ন এভাবে একতরফা বন্ধ করে দেওয়ার ঘোষণায় সারা বিশ্বের জনগণ চরমভাবে হতাশ হয়েছে। 

বাংলাদেশ শান্তি পরিষদ যুক্তরাষ্ট্রের এই কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি।


   আরও সংবাদ