ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

হতদরিদ্রদের পাশে চট্টগ্রাম বিট পুলিশিংয়ের সদস্যরা


প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


হতদরিদ্রদের পাশে চট্টগ্রাম বিট পুলিশিংয়ের সদস্যরা

   

চট্টগ্রাম সংবাদদাতা : করোনার কারণে অসহায় অবস্থায় থাকা হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিট পুলিশিংয়ের সদস্যরা। বিটের আওতাধীন এলাকায় অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়ার তত্ত্বাবধানে থানার আওতাধীন বিট পুলিশিংয়ের সদস্যরা এ কার্যক্রম হাতে নিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) পতেঙ্গায় ১২৯ নম্বর বিটে এ কার্যক্রম উদ্বোধন করেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া। 

উদ্বোধনের পর সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকজনকে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবেন বিট পুলিশিংয়ের সদস্যরা।

১২৯ বিট পুলিশিংয়ের অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা বলেন, ওসি স্যারের নির্দেশনায় বিট পুলিশিংয়ের সদস্যরা এমন উদ্যোগ নিয়েছে। কয়েকজনকে বিকেলে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বাকিদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে মোট ২৫০ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, পতেঙ্গা থানার আওতায় সাতটি বিট রয়েছে। বিট পুলিশিংয়ের সদস্যরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে। পতেঙ্গা থানার আওতায় সব বিটে এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা বলতে পারেন কারা আসলে কষ্টে আছেন। যেহেতু বিট পুলিশিংয়ের সদস্যরা এলাকার সব মানুষকে চিনেন তারা অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন।


   আরও সংবাদ