ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

সারাদেশে হোম কোয়ারান্টাইনে আছে ৮০ হাজার : আইইডিসিআর 


প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সারাদেশে হোম কোয়ারান্টাইনে আছে ৮০ হাজার : আইইডিসিআর 

   

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণ বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসাবে সোমবার ১৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক "প্রশাসন " অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা  সংবাদ বুলেটিনে দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণে হোম কোয়ারেন্টাইন ৩০ হাজার ৮০৯ জনসহ হাসপাতাল ও অন্যান্য কোয়ারান্টাইন ২৭০ জন মোট ৩১ হাজার ৭৯ জন এর মধ্যে ছাড় ১ হাজার ৭৫৭ এবং হাসপাতাল ও অন্যান্য ৮৮ জন। মোট ছাড় ১ হাজার ৮৪৫ জন। 

সোমবার (২০এপ্রিল) পর্যন্ত হোম কোয়ারেেন্টাইন ১ লাখ ৪৯ হাজার ৬২৬ জন। হাসপাতাল ও অন্যান্য কোয়ারান্টাইন ৫ হাজার ৫৮৮ জন। 

হোম কোয়ারেন্টাইন ৭৩ হাজার ৮৭৯ এবং হাসপাতাল ও অন্যান্য ছাড় ৯৩৩ মোট এ পর্যন্ত ছাড় ৭৪ হাজার ৮১২ বর্তমানে মোট কোয়ারেন্টাইন রয়েছে আজ পর্যন্ত ৭৫ হাজার ৭৪৭ এবং হাসপাতাল ও অন্যান্য কোয়ারান্টাইন ৪ হাজার ৬৫৫ জন। মোট এ পর্যন্ত কোয়ারান্টাইন ৮০ হাজার ৪০২জন।

এদিকে সারাদেশে ৬৪ জেলা উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এর জন্য প্রস্তুত করা হয়েছে ৫০৭টি প্রতিষ্ঠান এ এবং এর মাধ্যমে তাৎক্ষণিক ভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এর সেবা প্রদান করা যাবে ২৭ হাজার ৬৪৫ জনকে বলে জানালেন আইইডিসিআর এর প্রেসবার্তায় ডা.নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে গত ২৪ ঘন্টায়  ভর্তি হয়েছে ৫৭ জন। এছাড়া বর্তমানে রয়েছে ৭১৩ জন।


   আরও সংবাদ