ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আগামীকাল ওআইসি'র ভিডিও কনফারেন্সে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আগামীকাল ওআইসি'র ভিডিও কনফারেন্সে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী

   

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির সদস্যগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক ভিডিও কনফারেন্স আগামী বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অংশ নেবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় ওআইসি দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই ভিডিও কনফারেন্স ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সে নির্বাহী কমিটির সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

ভিডিও কনফারেন্সে করোনার পরিপ্রেক্ষিতে ওআইসি দেশগুলোর গণস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। 

এতে নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ছাড়াও তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, আরব আমিরাত ও নাইজার অংশ নেবে। কনফারেন্সে ওআইসির মহাসচিব ইউসেফ আল ওথাইমেন সভাপতিত্ব করবেন।


   আরও সংবাদ