ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মণিরামপুরের ২০জন স্বেচ্ছাসেবী করোনায় মৃতদের দাফনে প্রস্তুত


প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মণিরামপুরের ২০জন স্বেচ্ছাসেবী করোনায় মৃতদের দাফনে প্রস্তুত

   

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা করোনা সন্দেহে মৃত্যুবরণকারীদের শরিয়ত সম্মত (মুসলিম) জানাযা কার্যক্রমের মাধ্যমে দাফন-কাফন সম্পন্নে নিজেদের প্রস্তুত রেখেছেন মণিরামপুরের ২০ জন স্বেচ্ছাসেবী।

যেখানে এ ভাইরাসে আক্রান্ত বা উপস্বর্গ নিয়ে মৃতের মরদেহ নিকটাত্বীয়রা পর্যন্ত হাসপাতাল থেকে নিতে অস্বীকৃতি জানিয়ে দূরে সরে যাচ্ছে, মৃতের সংস্পর্শে আসছে না।

এমনি এক কঠিন বাস্তবতায় যশোরের মণিরামপুরে গঠিত স্বেচ্ছাসেবীদের এ ধরনের প্রত্যয় সর্বমহলে প্রশংসিত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার ১৯ যুবক ও এক নারীর সমন্বয়ে গঠিত এ স্বেচ্ছাসেবীদের আগ্রহের বিষয়টি চাউর হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তারা। 

শুধু এ উপজেলায় না, দেশের যে কোন প্রান্ত থেকে তাদের ডাক পড়লে, সেখানেই যেতে সদা প্রস্তুত রয়েছেন তারা। কোন দানশীল টীমের সবার সুরক্ষায় ইকুউপমেন্ট দিলে তাদের জন্য ভাল হতো। স্বেচ্ছাসেবী টীমের কয়েকজনের সাথে কথা হলে এমন চিত্র উঠে আসে।

জানা যায়, এ স্বেচ্ছাসেবী টীমের সবাই ধর্মীয় (মুসলিম) অনুশাসন মেনে চলেন। এ টীমের সদস্য নাছিম খান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বে মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে। 

মিডিয়ার বদৌলতে জানতে পারেন-বাবা-মা, ভাই-বোনসহ অতি আপনজন এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংস্পর্শে আসছেন না। এমনকি মৃতের (মুসলিম) জানাযাসহ দাফন-কাফনে অংশ নিচ্ছেন না। যা তাদেরকে ব্যথিত করেছে। মূলতঃ এ তাগিদেই অনেকের আগ্রহে এ স্বেচ্ছাসেবীদল গঠন করা।

আরেক স্বেচ্ছাসেবী মাওঃ আশরাফ ইয়াসমিন জানান, তাদের আগ্রহের বিষয়টি চাউর হলে ঢাকা থেকে একজন ব্যক্তি ৬টি পিপিই (পারসনাল প্র্রোটেক্টিভ ইকুইপমেন্ট) দিয়েছেন।

এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে বিবেচনায় মণিরামপুরের অনেকেই সাধুবাদ জানিয়েছেন। 


   আরও সংবাদ