ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

সৌদি আরবের দুই মসজিদে তারাবির অনুমতি


প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সৌদি আরবের দুই মসজিদে তারাবির অনুমতি

   

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মাত্র দুটি প্রধান মসজিদে সীমিত আকারে তারাবির নামাজ পড়ার অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান। তবে বাইরের মুসল্লি প্রবেশে আগের নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হয়েছে।

মক্কা ও মদিনার মসজিদ বিষয়ক প্রেসিডেন্ট বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানান। রয়টার্স, খালিজ টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রমজানে তারাবি নামাজ পড়ার অনুমতি দিলেও করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে অধিক মুসল্লি প্রবেশে আগের নিষেধাজ্ঞা বজায় রেখেছে দেশটি।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) মঙ্গলবার জানায়, সৌদি আরব রমজান মাসে বিভিন্ন শহরে আরোপিত কারফিউও শিথিল করার পরিকল্পনা করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিতে ২৪ অথবা ২৫ এপ্রিল থেকে শুরু হতে পারে রমজান মাস।

এর আগে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদির প্রধান দুই মক্কা ও মদিনা মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকতে পারে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না। আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।

আজ বুধবার (২২ এপ্রিল) সে ঘোষণাই এলো।


   আরও সংবাদ