ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

য‌বিপ্র‌বি'র জিনোম সেন্টারে আ‌রো ১২ জ‌ন শনাক্ত


প্রকাশ: ২২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


য‌বিপ্র‌বি'র জিনোম সেন্টারে আ‌রো ১২ জ‌ন শনাক্ত

   

যশোর থেকে খান সাহেব : আরো ১২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার।


গত ২৪ ঘণ্টায় পাওয়া নমুনাগুলো পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এ নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় দুই দিনে মোট ২৫ জনের শরীরে করোনা শনাক্ত করলো যবিপ্রবি।

যবিপ্রবি পরীক্ষাগারে গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে দুইজন যশোরের, ছয়জন চুয়াডাঙ্গার, দুইজন কুষ্টিয়ার এবং মাগুরা ও মেহেরপুরের একজন করে রয়েছেন। তবে এ দিন নড়াইল ও ঝিনাইদহের কোনো রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এখনো পর্যন্ত কার্যত ঝিনাইদহ জেলা করোনামুক্ত। আর নড়াইলে ছয় জন ও যশোরে সর্বাধিক সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, বুধবার যশোরসহ সাতটি জেলা থেকে মোট ২৩৪টি নমুনা সরবরাহ করা হয়। এর মধ্যে মোট ৮৪টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।


   আরও সংবাদ