ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

পরিবেশ মন্ত্রীর ব্যক্তি উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


প্রকাশ: ২২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


পরিবেশ মন্ত্রীর ব্যক্তি উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

   

স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে অতি দরিদ্র, দিনমজুর এবং করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল মানুষের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন সামাজিক দুরত্ব বজায় রেখে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। 

বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে পরিবেশ মন্ত্রী জানান, পবিত্র রমজান মাসে মৌলভীবাজারে ইফতার সামগ্রী বিতরণ  অব্যাহত থাকবে। এই দুর্যোগে আমরা সবাই মিলে করোনা ভাইরাস মোকাবিলা করবো। সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

উল্লেখ্য, ইতঃপূর্বে, পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ২ হাজার ৯৫০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। 


   আরও সংবাদ