ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

উপজেলা চেয়ারম্যান উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণুনাশক কক্ষ স্থাপন


প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


উপজেলা চেয়ারম্যান উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণুনাশক কক্ষ স্থাপন

   

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে (প্রধান গেটে) একটি জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন। 

উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদানকারী ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ আগত সেবা গ্রহণকারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাসপাতালে প্রবেশ করার পূর্বেই এই কক্ষে প্রবেশ করলে করোনাসহ বিভিন্ন ভাইরাসের জীবাণু থেকে তিনি জীবাণুমুক্ত হতে পারবেন। 

শনিবার সকালে জীবাণুনাশক এ কক্ষের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। 

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক শুভ্রা রানী দেবনাথ, মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, ডাক্তার মোসাব্বিরুল ইসলাম রিফাতসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।

জীবাণুনাশক কক্ষ উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, সেবা প্রদানকারী প্রত্যেক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসহাকারীরা মহামারী করোনা ভাইরাসের ভয়ে ভীত না হয়ে চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন। তাদের একটু নিরাপত্তার কথা চিন্তা করে বিবেকের তাড়নায় আমি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই জীবানু নাশক কক্ষ স্থাপন করলাম। 

আগামী ১ সপ্তাহের মধ্যেই আরও একটি ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করার ঘোষনা তিনি দেন।


   আরও সংবাদ