ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

যশোর অনির্দিষ্টকাল পর্যন্ত লকডাউন ঘোষণা


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যশোর অনির্দিষ্টকাল পর্যন্ত লকডাউন ঘোষণা

   

যশোর সংবাদদাতা : করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় যশোর জেলায় সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ‘সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় যশোর জেলাকে করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। কিন্তু দিনকে দিন যশোর জেলায় করোনা রোগী বাড়ছে। গত ১২ এপ্রিল যশোরের মণিরামপুরে প্রথম করোনা শনাক্ত হলে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। আজ একদিনে ৯ জনসহ যশোরে বর্তমানে ২৯ জন করোনা শনাক্ত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করতে হচ্ছে।‘

আগামীকাল সোমবার সকাল ৬টা থেকেই এই ঘোষণা কার্যকর হবে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি আরও জানান, লকডাউন চলাকালে যশোর জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল নিষিদ্ধ করা হলো। 

এ সময়ে কেউ ঢুকতে ও বের হতে পারবেন না। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে নিয়োজিত গাড়ি চলাচল এর আওতার বাইরে থাকবে।


   আরও সংবাদ