ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

৫.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


৫.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে

   

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

সোমবার স্থানীয় সময় (২৭ এপ্রিল) সকাল ১০টা ৫২ মিনিটে দক্ষিণ দ্বীপাঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল। 

খবরে বলা হয়, ভূমিকম্পে ডুনেডিন, কুইন্সটন ও ইনভারকারগল এলাকার অধিবাসীরা কেঁপে ওঠেন। এটির উপকেন্দ্র ছিল তে আনাউ অঞ্চল থেকে উত্তরে ও মিলফোর্ড সাউন্ড এলাকা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। 

ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। ৯ দিন আগে এর কাছাকাছি আরও একটি ভূমিকম্প হয়। তবে সেটি তেমন শক্তিশালী ছিল না।


   আরও সংবাদ