ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতা হাসানুর রহমান


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতা হাসানুর রহমান

   

বিশেষ প্রতিনিধি :যশোরের চৌগাছায় করোনাকালে শ্রমিক সংকটে পড়া এক দরিদ্র কৃষকের বিলে ধান কেটে দিল স্থানীয় যুবলীগ নেতা হাসানুর রহমান লাল্টু ও তার কর্মীরা। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত ওই কৃষকের ধান কেটে তা মাড়াই করে দেয় নেতা-কর্মীরা।

জানা যায়, স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক মমিন করোনা ও বৈরী আবহাওয়ায় বিলে ধান কাটা নিয়ে দুঃচিন্তার পড়লে স্থানীয় যুবলীগ নেতা হাসানুর রহমান লাল্টুকে জানায়। পরে হাসানুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ২০-২৫ জন কর্মীরা ওই কৃষকের ধান কেটে দেন। 

কৃষক মমিন জানান, আমার ধানের জমি বিলে হওয়ার কারণে হঠাৎ আবহাওয়ার খারাপ হওয়ায় চিন্তায় ছিলাম। কিন্তু করোনার কারনে শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। সবাই আমার ধান কেটে দেওয়াতে আমি খুশি। কালকেও আমার ধান কেটে দিবে বলে তারা জানিয়েছেন।

এদিকে যুবলীগ নেতা হাসানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার আহবানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন কৃষকরা করোনাকালেও তাদের ফসল ঘরে তুলতে পারে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের এ ধারা চলমান থাকবে।

এসময় করোনাকালে সবাইকে কৃষকের পাশে দাঁড়ানোর আহবানও জানান তিনি।


   আরও সংবাদ