ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ‘গিফট ফর গুড’


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ‘গিফট ফর গুড’

   

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়াদের সহযোগিতায় দেশব্যাপী কাজ করে চলেছে সামাজিক সংগঠন ‘গিফট ফর গুড’। 

সোমবার (২৭ এপ্রিল) ‘গিফট ফর গুড’ এর স্বেচ্ছাসেবারা গিয়েছিলেন পুরান ঢাকার শাঁখাড়ি বাজারে।

সেখানে বসবাস করেন মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব দেখিয়ে বাংলাদেশকে স্বাধীনতার সম্মান দিয়ে শহীদ হওয়া বেশ কিছু মুক্তিযোদ্ধা পরিবার। সেখানে ৩০ টি মুক্তিযোদ্ধা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে ‘গিফট ফর গুড’। তাদের কাছে পৌঁছে দিয়েছে চাল, ডাল, তেল, আটা, ছোলা, মুড়ি, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় এবং রমজানের খাদ্য সামগ্রী। 

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে
এখন পর্যন্ত দুই হাজারেরও অধিক পরিবারকে তারা খাদ্য ও ঔষধ সহায়তা দিয়েছেন। যাদের মধ্যে রয়েছে বনানী, ধামরাই, দেওয়ানগঞ্জের ১৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ, কালাচাঁদপুরের গারো সম্প্রদায়, নাটোরের সাঁওতাল জনগোষ্ঠী, মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায়সহ সমগ্র ঢাকা শহরের প্রায় দেড় হাজার বস্তিবাসী। এর পাশাপাশি বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচিও চলতে থাকে সমানভাবে। শুধু রাজধানী ঢাকা বা এর আশেপাশেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও গিফট ফর গুড তাঁদের কার্যক্রম চালিয়ে গেছেন। ভোলা, মহেশখালী, বরিশালের চারশ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। 

এমনিভাবে সমাজ যেই মানুষগুলোর কথা আজ ভুলে গেছে, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছি গিফট ফর গুড। তবে এই কাজগুলো করা তাঁদের জন্য কখনোই খুব সহজ ছিল না। কাজের মাঝে নানা বাঁধা, বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। ত্রাণ বিতরণ করতে গিয়ে সংগঠনের কর্মীরা স্থানীয় প্রশাসনের বাঁধাও পেয়েছেন। কখনো সমাজের মানুষের অসহযোগিতায় কঠিনতর হয়েছে এই পথ। তবে তাঁরা থেমে থাকেননি। কখনো একা, কখনোবা অন্য সংগঠনের সাথে একত্রিত হয়ে কাজ করেছেন এইসব অবহেলিত জনগোষ্ঠীর জন্য। 

তাদের মাঝে শুধু ত্রাণ সহায়তাই পৌঁছে দেননি, তাদেরকে চেতন করেছেন, নিরাপদে থাকার উপায় বলে দিয়েছেন, জানিয়েছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা।

গিফট ফর গুডের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। মানুষের ফেলে দেয়া সামগ্রী, ব্যবহার্য জিনিস থেকে নতুন কিছু তৈরি করে সমাজের ছিন্নমূল মানুষদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগের শুরু। সাথে জরুরি প্রয়োজনে মানুষকে কীভাবে সাহায্য করা যায় সেটি নিয়েও কাজ করতেন গিফট ফর গুডের একঝাঁক তরুণ কর্মী।

তবে গুড ফর গুডের পেছনের গল্পটি আরো মজার। তার জন্য আমাদের ফিরে যেতে হবে ২০১৫ সালে। সমাজের বিভিন্ন কমিউনিটির শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য যাত্রা শুরু করে 'আলোকিত শিশু'। ধীরে ধীরে সংগঠনটির কাজের পরিধি আরো বিস্তৃত হয়। সমাজের যে মানুষগুলো সবথেকে বেশি উপেক্ষিত আর অবহেলিত হয়ে আসছে, তাদের নিয়ে কাজ করতে থাকে 'আলোকিত শিশু'। 

তারা সবসময় কাজ করেছেন বেদে, তৃতীয় লিঙ্গ, জেলে, উপজাতি,ভিক্ষুক বস্তিবাসীসহ সর্বস্ব হারনো নিরুপায় মানুষদের নিয়ে। এবছরও করোনা নিয়ন্ত্রণে সরকারি ছুটি ঘোষণা করা হলে বিপাকে পড়ে যায় সমাজের নিম্ন আয়ের খেটে খাওয়া জনগোষ্ঠী। এমন দুর্দিনে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় গিফট ফর গুড। 


   আরও সংবাদ