ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

স্কুলের গাছের ডাল কেটে বিক্রি করল সভাপতি উজ্জ্বল সাধুকার


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


স্কুলের গাছের ডাল কেটে বিক্রি করল সভাপতি উজ্জ্বল সাধুকার

   

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : শহীদ মিনার তৈরীর নামে অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের জমির গাছের ডাল কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে মণিরামপুর উপজেলার ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি উজ্জ্বল সাধুকার বিরুদ্ধে। সভাপতির এহেন কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ জানান, বড় গাছের ডালে স্কুলের ছাদ ও কৃষকের ফসল নষ্ট হচ্ছে বিধায় করনীয় সম্পর্কে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভা হয়। 

সভায় সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিয়ম নীতির মধ্যে বড় ৩টি রেইন ট্রি গাছের ৭টি ডাল কাটার সিদ্ধান্ত হয়। কিন্তু অনুমতি না নিয়েই তার নিষেধ সত্তে¡ও সভাপতি উজ্জ্বল সাধূকা ওই ৩ গাছসহ আরো কয়েকটি গাছের সব মিলিয়ে ২০টি বড় ডাল কেটে হাদিউজ্জামান নামের এক কাঠ ব্যাপারীর কাছে বিক্রি করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, স্কুলের সভাপতির এহেন কর্মকান্ডের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হোক।

সংশ্লিষ্ট সহকারি শিক্ষা অফিসার হায়দার আলী বলেন, অনুমতি ছাড়া গাছের ডাল কাটতে নিষেধ করা সত্বেও বে-আইনীভাবে গাছের ডাল কেটে বিক্রি করেছেন সভাপতি।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ওই স্কুল থেকে এ ব্যাপারে কোন অনুমতি নেয়া হয়নি।

সভাপতি উজ্জ্বল সাধূকা বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্যেই অনেক আগেই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের  মতামতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।


   আরও সংবাদ