ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় রিকশা চালকের বর্গা জমির ধান কেটে দিল ছাত্রলীগ


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় রিকশা চালকের বর্গা জমির ধান কেটে দিল ছাত্রলীগ

   


 চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার  ফলন হলেও করোনাভাইরাস আতঙ্কে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এসময় অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলসারা গ্রামের  রিকশাচালক হাবিবুর রহমানের বর্গা নেওয়া প্রায় এক বিঘা জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

যশোর এমএম কলেজ ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সুমন সরকারের নেতৃত্বে ১১ জন নেতা কর্মী ওই কৃষকের পাকা ধান কেটে দিতে অংশ নেয়।

সাবেক ছাত্রলীগ নেতা সুমন সরকার জানান, ‘কেন্দ্রের নির্দেশ আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত এ উদ্যোগ চলবে। ধান কাটায় অংশ নেওয়া বেশিরভাগ নেতা-কর্মীরা রোজা থাকার কারনে চাষীর দেড় বিঘা জমির সব ধান আমরা কাটতে পারিনি’।

চাষী হাবিবুর রহমান জানন, আমার বর্গা নেওয়া দেড়বিঘা পাকা ধানের জমিতে পানি জমে যায়। ধান কাটার শ্রমিকও পাচ্ছিলাম না। এলাকার ছেলে মনিরের মাধ্যমে খবর পেয়ে ১০/১২ জন ছেলে এসে কাদা-পানির মধ্যে  অনেক কষ্ট করে প্রায় অর্ধেক পাকা ধান কেটে দিয়েছে।

যারা স্বেচ্ছায় ধান কাটতে অংশ নেয় তারা হলেন রুবেল হুসাইন, লিখন হাসান রাথিক মৃধা, সোহেল রানা, মনিরুল ইসলাম মনির, শাহাবুদ্দিন, ইব্রাহিম, সোহেল আহমেদ, বিল্লাল হোসেন, রাব্বি মৃধা। এরা সকলেই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।


   আরও সংবাদ