ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আগামীকাল থে‌কে পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনা কর‌বে মন্ত্রণালয়


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আগামীকাল থে‌কে পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনা কর‌বে মন্ত্রণালয়

   

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারী কোভিড -১৯ এর প্রেক্ষিতে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা চট্টগ্রাম -ঢাকা, ঢাকা -দেওয়ানগঞ্জ -ঢাকা এবং খুলনা-ঢাকা- খুলনা রুটে তিনজোড়া পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যা আগামীকাল ১ মে থেকে এটি কার্যকর হবে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল দশটায় ঢাকায় পৌঁছাবে রাত ২০:৩০ ঘটিকায় । ঢাকা-দেওয়ানগঞ্জ - ঢাকা  রু‌টের ট্রেন‌টি দেওয়ানগঞ্জ  থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ১৯ টায় এবং ঢাকায় পৌঁছাবে রাত ৩:১৫ ঘটিকায়। খুলনা-ঢাকা- খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকাল ১৬:৪৫ ঘটিকায় ঢাকায় পৌঁছাবে রাত ৩:৩০ ঘটিকার। এ‌টি সপ্তা‌হের শুক্রবার, রোববার ও মঙ্গলবার চলাচল করবে। 

অন্য দু‌টি রু‌টের ট্রেন সপ্তা‌হের ৭ দিনই চলাচল কর‌বে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


   আরও সংবাদ