ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

আগামী এক সপ্তাহে দেশে ফিরবেন আরো এক হাজার বাংলাদেশি


প্রকাশ: ১ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আগামী এক সপ্তাহে দেশে ফিরবেন আরো এক হাজার বাংলাদেশি

   

কূটনৈতিক প্রতিবেদক : ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ ইমরান জানান, আগামী এক সপ্তাহে ভারতে আটকে পড়া আরো এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক দেশে ফিরবে।

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিন ভারত থেকে আরো ১৬৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বলেও জানানো হয়।

হাইকমিশনার জানায়, দিল্লি, কলকাতা ও মুম্বাই মিশনের সহযোগিতা এবং ব্যবস্থাপনায় আগামী সপ্তাহে সহস্রাধিক বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। কলকাতা থেকে ১ ও  ৩ মে, দিল্লি থেকে ২ ও ৫ মে, মুম্বাই থেকে ৩ মে ও  চেন্নাই থেকে ৩০ এপ্রিল, ১ মে ও ২ মে মোট আটটি ফ্লাইটে এসব নাগরিক দেশে ফিরবেন।

ভারত সরকার ঘোষিত লকডাউন আগামী ৩ মে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজ্য এই সময়সীমা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। 

সে কারণে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব হতে পারে। তাই যে সব যাত্রী সড়ক পথে ফিরতে চান তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছানোর অনুমতির জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে হাইকমিশন।

এদিকে বৃহস্পতিবার চেন্নাই থেকে ইউএস-বাংলার একটি  ফ্লাইটে ১৬৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে দিল্লির হাইকমিশন।

এর আগে প্রথম দফায় ভারতে আটকে পড়া ৯৯৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।


   আরও সংবাদ