ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

কালিগঞ্জে বিএনপির ১৬'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশ: ৩ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কালিগঞ্জে বিএনপির ১৬'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

   

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বর্তমানে বৈশ্বিক প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরার কালিগঞ্জে কর্মহীন অসহায়দের মাঝে বিএনপির পক্ষ থেকে প্রথম দিনের মত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার(০৪ মে) কালিগঞ্জের পাউখালি মোড়ে বেলা সাড়ে ১১ টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যয় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) নির্বাচনি আসনে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্যসামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শেখ এবাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ডাঃ শফিকুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, সুমন রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আহছানউল্লাহ তরফদার, কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক যথাক্রমে জি,এম রবিউল্যাহ বাহার, রেদওয়ান ফেরদৌস রনি, আমিনুর ইসলাম, কাজী রাব্বি হোসেন, শেখ আলাউদ্দীন সোহেল, যুবনেতা মোতাহার হোসেন, আজিজুর রহমান খান, প্রভাসক রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, আয়য়ুব আলী, ছাত্রনেতা আঃ হাকিম, মীর শাহীনুর, শামীম, রেজাউল, মিলন, রবিউল প্রমূখ। 

খাদ্যসামগ্রী গ্রহণ করেন শ্যামনগর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, সহ-সভাপতি যথাক্রমে মাসুদুল আলম, লিয়াকাত আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, যুগ্ম-সম্পাদক আশেক এলাহী মুন্না, উপজেলা যুবদলের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আঃ রশিদ প্রমূখ। 

প্রথম দিনে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ১০৮টি ওয়ার্ডে ১৬শ ২০টি পরিবারের মাঝে শ্যামনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেয়া হয়। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরন করা হবে।

উল্লেখ্য, আলহাজ্ব কাজী আলাউদ্দীন ২০০০ সালে বানভাসী মানুষের কল্যাণে একাধারে ত্রাণ সামগ্রী বিতরণ করে দেশের দক্ষীনাঞ্চালে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ২০০১ সালে তিনি সাতক্ষীরা -৪ আসনে ৪দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়ে সেরা ভোটে সংসদ সদস্য নির্বাচীত হয়ে কালিগঞ্জ দেবহাটা নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়ন সাধীত করেছেন।


   আরও সংবাদ