ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আরো এক ধাপ ছুটি বাড়ালো ইবি প্রশাসন


প্রকাশ: ৩ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আরো এক ধাপ ছুটি বাড়ালো ইবি প্রশাসন

   

ইবি থেকে শাহিন : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করতে পূণরায় ১৫ মে পর্যন্ত অফিস সমূহের ছুটির সময়সীমা বর্ধিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সোমবার (৪ই মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সরকারী সাধারণ ছুটির মেয়াদ ধারাবাহিক ভাবে বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভাইরাস সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপকতা রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়টির অফিসসমূহ বন্ধ রাখা হয়েছে। 

বর্তমানে ভাইরাসটির সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারী সিদ্ধান্তের আলোকে অফিস সমূহের ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এসময় জরুরী মেডিকেল সেবা চালু থাকবে।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইবি'র ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসমূহ অনিদ্রিষ্ট কালের জন্য পূর্বেই বন্ধ ঘোষণা করা হয়েছে।কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবত থাকবে।


   আরও সংবাদ