ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

রায়পুরে 'সানরাইজ ইয়ুথ ক্যাম্প'এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশ: ৬ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


রায়পুরে 'সানরাইজ ইয়ুথ ক্যাম্প'এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

   

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সানরাইজ ইয়ুথ ক্যাম্প'। ২টি ধাপে প্রায় ৬০ জন দুঃস্থদের মাঝে আটা, চিঁড়া, আলু, মুড়ি, সেমাই, চিনি, সাবান, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ৫০ জন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। 

এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তোতা মিয়া। এছাড়া সংগঠনটির উদ্যাগ্যে ২য় ধাপে ১০ টি অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

সানরাইজ ইয়ুথ ক্যাম্প এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন, "প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে দেশের ক্রান্তিলগ্নে আমরা গ্রামের শ্রমজীবী, অসহায় মানুষদের খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছি। আমাদের এ মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

এ সময় সাইনরাইজ ইয়ুথ ক্যাম্প এর জেনারেল সেক্রেটারি নাবিদ আহসান, অর্গানাইজিং সেক্রেটারি মাইনউদ্দিন পরান, ট্রেজারার মাহির আসহাব রাফি, এইচ.ডি.আর সেক্রেটারি ফয়সাল আহমেদ, পাবলিকেশন সেক্রেটারি সাফায়েত সিফাতসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ