ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জবি ছাত্রীকে মেসেঞ্জারে ইবি ছাত্রের উত্ত্যক্তের ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশ: ৭ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


জবি ছাত্রীকে মেসেঞ্জারে ইবি ছাত্রের উত্ত্যক্তের ঘটনায় তদন্ত কমিটি

   

জবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কামরুজ্জামান সাগর কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এক ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে উত্ত্যক্তকরণের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৬ মে ইবি রেজিস্ট্রার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়। 

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে আহ্বায়ক, অতিরিক্ত রেজিস্ট্রার ড. নওয়াব আলীকে সদস্য সচিব এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিচুর রহমানকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষার্থী কামরুজ্জামান কিছুদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অনবরত উত্ত্যক্তরণের অভিযোগ উঠে যার ফেসবুকে কনভারসেশনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরবর্তীতে ভুক্তভোগী জবি ছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কামরুজ্জামান সাগরের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করে।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ জানান, উপাচার্য মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

তিনি আরো জানান, অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


   আরও সংবাদ