ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

শপিংমল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ময়মনসিংহ


প্রকাশ: ৮ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


শপিংমল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ময়মনসিংহ

   

ময়মনসিংহ প্রতিনিধি : আগামীকাল ১০ মে  সরকার ঘোষিত মার্কেট ও শপিংমল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ময়মনসিংহ বিভাগীয় শহরের ব্যবসাযীরা। 

আজ শনিবার (৯ মে) সিটি কর্পোরেশনের সভাকক্ষে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর উদ্যোগে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স প্রততিষ্ঠাতা সভাপতি আমিনুল হক শামিম ও দোকান মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সিদ্ধান্ত হয় যে, আগামীকাল থেকে ময়মনসিংহে শহরে খুলবে না কোন মার্কেট, শপিংমল ও দোকানপাট । 

আমিনুল হক শামিম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে ময়মনসিংহবাসীকে নিরাপদে রাখার লক্ষ্যে সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে ময়মনসিংহের সকল ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগেই বন্ধ রাখবে সকল মার্কেট, শপিংমল ও দোকানপাট।


   আরও সংবাদ