ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় ৩ দিন ব্যাপি ভল্যান্টিয়ার ভ্যাক্সিনেটর প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশ: ১০ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় ৩ দিন ব্যাপি ভল্যান্টিয়ার ভ্যাক্সিনেটর প্রশিক্ষণের উদ্বোধন

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৩ দিন ব্যাপী পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের ইউনিয়ন ভল্যান্টিয়ার ভ্যাক্সিনেটর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় চৌগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডাঃ আমিনুল ইসলাম মোল্লা, যশোর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম পাভেল ও চৌগাছা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ ও প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ। 

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের ১১ জন ভল্যান্টিয়ার অংশ নিচ্ছেন।
 


   আরও সংবাদ