ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

বশেমুরবিপ্রবির ভ্রাম্যমাণ বিক্রেতাদের খাদ্যসামগ্রী দিলো সাধারণ শিক্ষার্থীরা"


প্রকাশ: ১৪ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বশেমুরবিপ্রবির ভ্রাম্যমাণ বিক্রেতাদের খাদ্যসামগ্রী দিলো সাধারণ শিক্ষার্থীরা

   

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দু'মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সাথে ভ্রাম্যমাণ খাদ্যবিক্রেতাদের (চা, ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম) আয়ের পথও বন্ধ হয়ে যায়। ফলে এই নিম্ন আয়ের মানুষরা অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

অন্যান্য প্রতিষ্ঠানের মতো গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)-এ অবস্থানরত ভ্রাম্যমাণ খাদ্যবিক্রেতাদের পাশে  দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৫ মে) জয়বাংলা চত্বরের সামনে শিক্ষার্থীরা তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। 

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাকসুমুল আরিফিন জানান, "ইচ্ছে ছিলো অনেকের জন্যে করার কিন্তু যত টুকু সবাই আমাদের ডাকা সাড়া দিয়েছে সেই হিসেবে এই মামাদের জন্যে করা। 

আমরা আমাদের দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি কারন তাদের এখন আয়ের পথ বন্ধ,আমরা না থাকলে তাদের কি ভাবে চলবে??এজন্যে এই সংকটকালে উদ্যোগটা গ্রহণ এবং আলহামদুলিল্লাহ আমরা তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পেরেছি"।


   আরও সংবাদ