ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে ছিনতাই চক্রের ৪ সদস্য আটক


প্রকাশ: ২১ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রাজধানীতে ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটকৃতরা হলেন- আলীম ওরফে কালু (৪৫), রাসেল (২৪), নওয়াজ শরীফ ওরফে নবাব (২৫) ও বেলাল হোসেন ওরফে পরান (২০)।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জানতে পারি মোহাম্মদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মাদরাসা সড়কে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টহল দল   অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের আটক করে।

ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশিয় ধারালো অস্ত্রসহ কয়েকজন মোহাম্মদপুরে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টহল দল অভিযানে গিয়ে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। মোহাম্মদপুর থানা এলাকাসহ আরো অন্যান্য এলাকার আশপাশে ছিনতাই করে সাধারণ জনগণের সবর্স্ব লুট করে নিয়ে যেত তারা। রাস্তা পারাপারের সময় সাধারণ জনগণের সাথে থাকা ব্যাগ চাকু দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ