ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

বোরহানউদ্দিনে ভেরিফিকেশনের নামে পুলিশের টাকা দাবী


প্রকাশ: ১৮ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বোরহানউদ্দিনে ভেরিফিকেশনের নামে পুলিশের টাকা দাবী

   

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : করোনার মহা সংকটে পুরো দেশ হিমশিম খাচ্ছে। এ সংকটে ভূমিকা রেখে পুলিশ ইমেজ সৃষ্টি করেছেন। এদিকে করোনার মধ্যে পুলিশের ভাবমূতি নষ্ট করছেন বোরহানউদ্দিন থানার এস.আই শফিকুল ইসলাম। এ দারোগা কুয়েতে পুলিশ হেফাজতে থাকা হারুনের ভেরিফিকেশন নামে ৫ হাজার টাকা দাবী করেন।

এ বিষয়টি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আবদুল মালেক জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে বলেন, তোমার কি দরকার? বলে থানায় আসতে বলেন। 

এক ঘন্টা পর আবার ফোন দিয়ে দাম্ভিকতা দেখিয়ে বলেন ফেইসবুকে লিখে আমার কিছু করতে পারবেন না। এদিকে সাংবাদিকের সাথে এ ধরনের আচরণে ক্ষুদ্ধ সাংবাদিক সমাজ। বোরহানউদ্দিন সাংবাদিক বৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বড়মানিকা ১নং ওয়ার্ডের কুয়েত প্রবাসী হারুনের মা জানান, সোমবার এস.আই শফিকুল ইসলাম আমাদের বাড়ীতে আসে আমার ছেলের তদন্ত করতে। বিকালে কাগজ পত্র নিয়ে যেতে বলেন। ধার দেনা করে দেড় হাজার টাকা নিয়ে গেলে কাগজও রাখেনি। 

দারোগা বলেন, কাগজ সহ ৫ হাজার টাকা নিয়ে মঙ্গলবার আসবেন। বার বার দারোগা আমাদেরকে টাকা নিয়ে যেতে বলেন। আমি গরিব মানুষ। ছেলে ২ বছর ঋণ নিয়ে কুয়েত গেছে। এজেন্সি কুয়েত নিয়ে আমার ছেলের সাথে প্রতারণা করেছে। ওই ঋণের টাকা পরিশোধ করতে পারেনি। ওর বাবা গত ৬ বছর মারা যায়। সংসারের বড় ছেলে হারুন। ছেলেটা কুয়েত পুলিশ হেফাজতে আছে। আমি কোথায় টাকা পাবো।

এব্যাপার লালমোহন সার্কেল রাসেলুর রহমান এ ঘটনাটি দুঃখ জনক উল্লেখ করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।


   আরও সংবাদ