ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ডাক্তার হতে চায় কৃতি শিক্ষার্থী শিতুল


প্রকাশ: ৫ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ডাক্তার হতে চায় কৃতি শিক্ষার্থী শিতুল

   

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা  উপজেলার শ্যামগঞ্জের আব্দুর রহমান মাস্টারের প্রথম নাতি তাহসিন আহমেদ শিতুল এসএসসি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সে জালশুগা কমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচানি গ্রামের ব্র্যাক কর্মকর্তা আব্দুল হান্নান ও গৃহিনী ফেরদৌসী বেগম হেনা দম্পতির বড় ছেলে। তার ছোট দুই ভাইয়ের মাঝে তাসকিন আরিয়ান সাদাত একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মুক্তি এই করোনাকালেই পৃথিবীর আলো দেখেছে।

সফলতার জন্য সে পিতা- মাতা, নানু ও  স্কুলের প্রিয় শিক্ষকমন্ডলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মেধাবী শিক্ষার্থী শিতুলের উদ্দেশ্য জীবনে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করা। অবসরে বই পড়া তার শখ। 

ছেলের সাফল্যে আনন্দিত পিতা আব্দুল হান্নান বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সকলের কাছে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।


   আরও সংবাদ