ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

র‍্যাবের সদস্যকে প্লাজমা দিলেন ডাক্তার শাকিল


প্রকাশ: ৭ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


র‍্যাবের সদস্যকে প্লাজমা দিলেন ডাক্তার শাকিল

   

স্টাফ রিপোর্টার : রংপুরে কর্মরত ৫২ বছর বয়সী এক র‍্যাব সদস্য গত ২৭ মে করোনায় আক্রান্ত হয়। তিনি র‍্যাব -১৩ কর্মরত আছেন।

তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রোস্টেড গ্লান্ড সমস্যায় ভুগছিলেন। গত ২৭- ৩১ তারিখ পর্যন্ত তাকে রংপুরে চিকিৎসা দেওয়া হয়। সম্ভাব্য ঝুকি বিবেচনায় তাকে র‍্যাব নিজস্ব হেলিকপ্টারে ঢাকায় উন্নত চিকিৎসা জন্য নিয়ে আসে। 

তিনি ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে ইমপালস্ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

গতকাল রোববার ৭ জুন হঠাৎ তার অবস্থার অবনতি হলে, তাকে প্লাজমা দেওয়া জরুরী হয়ে পড়ে। 

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাজমা দেয়ার জন্য আহবান জানানো হয়। এই আহবানে সাড়া দিয়ে আক্রান্ত র‍্যাব সদস্যকে প্লাজমা প্রদান করার জন্য এগিয়ে আসেন সলিমুল্লাহ মেডিকেল হসপিটালের সার্জিকেল বিভাগের ডাক্তার শাকিল। 

প্লাজমা দেয়ার ফলে আক্রান্ত র‍্যাব সদস্যের অবস্থার উন্নতি হয়েছে৷ মানবিক কাজে এগিয়ে আসার জন্য বাহিনীর পক্ষ থেকে ডাঃ শাকিলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান র‍্যাবের মহাপরিচালক। 

এই মানবিক সংবাদটি প্রচার করার জন্য র‍্যাব মহাপরিচালক সাংবাদিকবৃন্দ সহ সকলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।


   আরও সংবাদ