ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

করোনায় প্রাণ দিল আরো এক আনসার সদস্য


প্রকাশ: ৭ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


করোনায় প্রাণ দিল আরো এক আনসার সদস্য

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আব্দুস সোবহান নামের আরও একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ নিয়ে আনসারের দুইজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর আগে আনসার সদস্য আব্দুস সোবহান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত ছিলেন। গত ২২ মে তিনি কোভিড-১৯ এ সংক্রমিত হন। 

তার বাড়ি বগুড়ার সোনাতলা উত্তর কালাইহাট গ্রামে।বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে সরকারি নির্দেশনা অনুসরণ করে মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১৮ জন সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। মরণঘাতি এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৪২ জন।


   আরও সংবাদ