ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে গণপূর্ত প্রতিমন্ত্রী শোক


প্রকাশ: ১২ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে গণপূর্ত প্রতিমন্ত্রী শোক

   

স্টাফ রিপোর্টার : সাবেক  ডাক ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

তিনি বলেন, তাঁর পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের মহান মুক্তিযুদ্ধএবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাসের সাথে  ওতপ্রোতভাবে মিশে আছে তার নাম। তার সুযোগ্য উত্তরসুরী মোহাম্মদ নাসিম এদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন আপোষহীন।

এজন্য তিনি বিভিন্ন সময়ে নানারকম অত্যাচার নির্যাতন সহ্য করেও নিজের আদর্শে ছিলেন অবিচল। তার এই আপোষহীন নেতৃত্ব ও আদর্শ সকলের নিকট অনুকরণীয় হয়ে থাকবে আজীবন। 

শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ