ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ'র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক


প্রকাশ: ১৩ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ'র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

   

স্টাফ রিপোর্টার : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের কেকানিয়া গ্রামের জন্মগ্রহণকারী শেখ আব্দুল্লাহ'র বয়স হয়েছিল ৭৫ বছর। 

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, 'ছাত্রাবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে যুক্ত হওয়া শেখ আব্দুল্লাহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। 

স্বাধীনতা পরবর্তীকালেও তার একনিষ্ঠ কর্মময় জীবন ছিল দেশপ্রেম ও মেধার স্বাক্ষরে প্রোজ্জ্বল। তার মৃত্যুতে দেশ একজন সৎ, সাহসী ও প্রজ্ঞাবান নেতাকে হারালো।'

মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত শেখ আব্দুল্লাহ'র বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ