ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক


প্রকাশ: ১৩ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

   

স্টাফ রিপোর্টার : ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, শেখ মো. আবদুল্লাহ ছিলেন বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রগামী সৈনিক। 

তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের এই ত্যাগী, জনদরদি ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসাবে তিনি আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগের রাজনীতিতে, জনসেবায় এবং গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কৃষিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


   আরও সংবাদ