ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইতালি প্রবাসী রনি


প্রকাশ: ১৬ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইতালি প্রবাসী রনি

   

বিশেষ প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া সাতক্ষীরা জেলার শ্যামনগরের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ইতালি প্রবাসী রনি আহম্মেদ। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের প্রায় দুই হাজার পানিবন্দী মানুষকে তিনি খাদ্যসামগ্রী প্রদান করেছেন।

জানা যায়, গতকাল সোমবার (১৫ জুন) সামাজিক দূরত্ব বজায় রেখে কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপকূলীয় অঞ্চলটির পানিবন্দী মানুষের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সহায়তা করেন।

এর আগে মহামারী করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কালিগঞ্জ উপজেলার প্রায় তিন হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী, রমজানে ইফতার সামগ্রী, পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ এবং মধ্যবিত্ত প্রতি পরিবারের মাঝে পাঁচ থেকে দশ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন রনি।

প্রবাসী রণি আহমেদ জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে ঘর হারা এসব অসহায় মানুষের সাহায্যে মানবিক বিবেচনায় তিনি এগিয়ে এসেছেন। তিনি বলেন, করোনা ও আম্ফানের তান্ডবে সাতক্ষীরার মানুষ কার্যত অসহায় হয়ে পড়েছে। সমাজের বিত্তশালীদের তাদের সাহায্যার্থে এগিয়ে আসা প্রয়োজন। 

এসময় প্রাকৃতিক দূর্যোগ ও করোনা মহামারির কারণে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চান বলে জানান তিনি।
 


   আরও সংবাদ