ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইবি'র বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশ: ১৭ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ইবি'র বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

   

ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বোটানিক্যাল গার্ডেনের চলতি মৌসুমের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এ কর্মসূচির আওতায় ভেষজ উদ্ভিদের মধ্যে রয়েছে নীম, নিসিন্দা, বহেরা, হরিতকি, বাসক, ছাতিম, কালোমেঘ, অশোক। ফলজ উদ্ভিদের মধ্যে রয়েছে শরীফা, জয়তুন, মাল্টা, আপেলকূল, ড্রাগন ফল, চেরী, বেদানা, নাশপাতি, কালো আঙ্গুর, পিচফল। মসলা জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং ফুলের মধ্যে রয়েছে পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচাঁপা, কামিনী ইত্যাদি।

গত মঙ্গলবার দুপুরে কর্মসূচির উদ্ভোদন করেন ইবি উপাচার্য। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রধান ভারপ্রাপ্ত প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল, উপ-রেজিস্ট্রার (এস্টেট) সাইফুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত বছর ৩ আগস্ট বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হয়।


   আরও সংবাদ