ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক


প্রকাশ: ১৯ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

   

স্টাফ রিপোর্টার : একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

আজ শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন‍্যতম সংগঠক ও কণ্ঠযোদ্ধা কামাল লোহানী আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাজুল ইসলাম শোক বার্তায় বলেন, কামাল লোহানী বাংলাদেশের সংস্কৃতি ও সাংবাদিক জগতে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। 

তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

উল্লেখ্য, সাংবাদিক কামাল লোহানী স্বাধীন বাংলা বেতারের বার্তা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের প্রথম আঞ্চলিক পরিচালকও ছিলেন।


   আরও সংবাদ