ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

কোস্ট গার্ডের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতারণ


প্রকাশ: ২৪ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কোস্ট গার্ডের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতারণ

   

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সদ্বীপ থানার আওতাধীন রহমতপুর, হারামিয়া, মুছাপুর ও আজিমপুর ইউনিয়নের গরীব ও দুঃস্থ পরিবার এর মাঝে এক হাজার ৩০০ পিস শাড়ি, ৩০০ পিস লুঙ্গি ও ১০০ পিস থ্রি-পিস বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, চট্টগ্রাম এর কোষাধ্যক্ষ লেঃ এম মহিউদ্দিন। 

এছাড়া আজও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও দুঃস্থ পরিবার এর মাঝে ২০০ পিস শাড়ি, ১০০ পিস লুঙ্গি ও ৫০ পিস থ্রি-পিস বিতরণ করা হয়। 

উল্লেখ্য, উক্ত বস্ত্র সামগ্রী সমূহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কোস্ট গার্ডকে সরবরাহ করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গত ২০ মে ২০২০ হতে মোট ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

ভবিষ্যতেও এরূপ সহয়তা কার্যক্রম অব্যহত থাকবে। এসংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
 


   আরও সংবাদ