ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

বিএসটিআই'কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : শিল্প সচিব


প্রকাশ: ২৪ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বিএসটিআই'কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : শিল্প সচিব

   

স্টাফ রিপোর্টার : বিএসটিআই’র কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশ দিয়ে শিল্প সচিব এ কে এম আলী আজম বলেছেন, বিএসটিআই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বিএসটিআই আগের তুলনায় অনেক গতিশীল হয়েছে। এই ধারা অব্যাহত রেখে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। 

২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে  প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিএসটিআই’র কার্যক্রমকে বেগবান করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
শিল্প সচিব বলেন, একটি দেশের পণ্যের পরীক্ষণ পদ্ধতি যত ভালো সেদেশে তত ভালো মানের পণ্য উৎপাদিত হবে। ভালো মানের পণ্য উৎপাদন করতে পারলে রফতানি বাজার সম্প্রসারিত হবে। এছাড়া অভ্যন্তরীণ বাজারেও ভোক্তার কাছে ভালো মানের পণ্য পৌঁছে দেয়া সম্ভব। 

তিনি আরও বলেন, বিএসটিআই’র লোগো যেন আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে আমাদের সকলকে সে বিষয়ে একই সঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বিএসটিআইকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বস্থ করেন।
 
বিএসটিআই’র মহাপরিচালক মুয়াজ্জমে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


   আরও সংবাদ