ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইরাকের হাশদ আশ-শাবির দপ্তরে অভিযান উসকানিমূলক, পরিণতি ভালো না


প্রকাশ: ২৫ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ইরাকের হাশদ আশ-শাবির দপ্তরে অভিযান উসকানিমূলক, পরিণতি ভালো না

   

আন্তর্জাতিক ডেস্ক : আরব দুনিয়ার মধ্যে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠন হাশদ আশ-শাবির দপ্তরে ইরাকি নিরাপত্তা বাহিনীর সহায়তায় মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলার বিরুদ্ধে সেদেশের রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘আসায়িব আহলুল হক’ দলের অন্যতম নেতা জাওয়াদ আত-তালিবাওয়ি এ হামলাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করে এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরাকি পার্লামেন্ট সদস্য হাসান ফাদআম বলেছেন, হাশদ আশ-শাবি’র দপ্তরে হানা দিয়ে এর জওয়ানদের আটক করা একটি উসকানিমূলক পদক্ষেপ যার পরিণতি ভালো হবে না। এছাড়া, বহু ইরাকি নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘আমাদের মুজাহিদরা আমাদের রেড লাইন’ শিরোনামের হাশট্যাগ তৈরি করে হাশদ আশ-শাবির প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।

এর আগে আজ শুক্রবার (২৬ জুন) ভোরে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে দেশটিতে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনারা হাশদ আশ-শাবির শাখা সংগঠন কাতায়িব হিজবুল্লাহর সদরদপ্তরে হানা দিয়ে এর অন্তত এক ডজন জওয়ানকে আটক করে। আটক জওয়ানদের মধ্যে কয়েকজন কমান্ডার রয়েছেন বলে জানা গেছে। আটক জওয়ানরা ইরাকি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে কোনো কোনো অসমর্থিত সূত্র জানালেও অন্য সূত্রগুলো বলছে, তাদের কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে।

একজন ইরাকি কর্মকর্তা সকালে জানিয়েছিলেন, আটক অন্তত তিন জওয়ানকে ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাদের হাতে তুলে দেয়া হয়েছে। একাধিক ইরাকি বার্তা সংস্থা জানিয়েছে, আজ ভোরে কাতায়িব হিজবুল্লাহর দপ্তরে চালানো অভিযানে মার্কিন সন্ত্রাসী সেনারা অংশগ্রহণ করেছে।

কাতায়িব হিজবুল্লাহর কেন্দ্রীয় সংগঠন হাশদ আশ-শাবির একজন কর্মকর্তা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি আজকের আটকের ঘটনায় হাশদ আশ-শাবি’র প্রধান হাদি আল-আমেরির কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়া, আরবি ভাষার টিভি চ্যানেল আস-সুমারিয়া অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, কাতায়িব হিজবুল্লাহর আটক ১৩ জওয়ানের সবাইকে মুক্তি দেয়া হয়েছে।


   আরও সংবাদ