ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের ৯৮৬৯ সদস্য, মৃত্যু ৩৭


প্রকাশ: ২৫ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের ৯৮৬৯ সদস্য, মৃত্যু ৩৭

   

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী করোনা ভাইরাসে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৯ হাজার ৮৬৯ জন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যা বাংলাদেশের একক পেশাজীবীর মধ্যে সর্বোচ্চ।

আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুলিশের ৩৭ জন সদস্যের মৃত্যু হয়েছে। তবে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার কারণে আক্রান্তদের বেশিরভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শুক্রবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা আক্রান্ত সদস্যদের মধ্যে ৫ হাজার ৭৯৪ জন সদস্য সুস্থ হয়েছেন। যাদের অধিকাংশই কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, পুলিশে আরও ৪ হাজার ১৮৮ জন সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ৯ হাজার ৪ জন সদস্য।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে 'বিশেষ টিম'।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


   আরও সংবাদ