ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় দলিত পাঁচ নারীকে আর্থিক সহায়তা


প্রকাশ: ২৭ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় দলিত পাঁচ নারীকে আর্থিক সহায়তা

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি :যশোরের চৌগাছায় দলিত সম্প্রদায়ের পাঁচ নারীর মধ্যে ছাগল পালনে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

রোববার (২৮ জুস) দুপুরে চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে বেসরকারী সংস্থা অশ্রুমোচনের আয়োজনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় জার্মানীর অর্থায়নে চৌগাছার পাঁচ দলিত নারীকে এই আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

বেসরকারী সংস্থা অশ্রুমোচনের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান প্রধান অতিথি থেকে এই চেক বিতরণ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএনএম এর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক দিপিকা রাণি বালা ও সাংবাদিক শ্যামল কুমার দত্ত।

চেকপ্রাপ্ত পাঁচ নারী হলেন উপজেলার কিসমত খানপুর গ্রামের অনুবালা দাসী, পুড়াপাড়ার মায়া দাস, সুখপুকুরিয়ার আন্না বালা, সুন্দরি বালা দাসী ও রহিলা দাসী।
 


   আরও সংবাদ